নওগাঁর রাণীনগরে বাবা-মার অভিযোগে মাদকসেবী ছেলের ৯ মাসের জেল
- Update Time : ০৮:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / 107
জেলা প্রতিনিধি
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় বাবা-মার অভিযোগে এক মাদকসেবী ছেলে জুয়েল টিকাদার (২৮) কে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত জুয়েল টিকাদার উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামের দেলবর টিকাদারের ছেলে।
ইউএনও শাহাদাত হুসেইন জানান, জুয়েল টিকাদার মাদক সেবন করে আসছিল। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার করতো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে আটক করা হয়। এ সময় মাদক সেবন এবং পরিবারের লোকজনের উপর অত্যাচার করার বিষয়ে সত্যতা পাওয়ায় জুয়েলকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দন্ডপ্রাপ্ত জুয়েলকে এদিন দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।