কুমিল্লায় পিতা হত্যার দায়ে ৩ ছেলের মৃত্যুদণ্ডের আদেশ

  • Update Time : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 156

জেলা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে পিতাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারী কৌশলী নুরুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ ফয়েজ উল্লাহ, মোঃ অহিদ উল্লাহ ও মোঃ শহিদ উল্লাহ।KSRM
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ আগস্ট কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকায় জমি না লিখে দেওয়ায় পিতা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। এ ঘটনায় নিহত আব্দুল করিমের ২য় স্ত্রী মোসাম্মদ সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অতিরিক্ত সরকারী কৌশলী নুরুল ইসলাম জানান, মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলায় আট জনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় পিতা হত্যার দায়ে ৩ ছেলের মৃত্যুদণ্ডের আদেশ

Update Time : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

জেলা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে পিতাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারী কৌশলী নুরুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ ফয়েজ উল্লাহ, মোঃ অহিদ উল্লাহ ও মোঃ শহিদ উল্লাহ।KSRM
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ আগস্ট কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকায় জমি না লিখে দেওয়ায় পিতা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। এ ঘটনায় নিহত আব্দুল করিমের ২য় স্ত্রী মোসাম্মদ সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অতিরিক্ত সরকারী কৌশলী নুরুল ইসলাম জানান, মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলায় আট জনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।