সাংবাদিকের ওপর হামলা, ২ চিকিৎসকসহ ৪ জন রিমান্ডে
- Update Time : ১০:১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / 249
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই চিকিৎসকসহ ৪ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া চারজন হলেন— দুই চিকিৎসক এইচএম উসমানী ও ডি এম এ আবু জাহিদ, মো. আবুল হাসনাত সুমন এবং মো. রাসেল হাওলাদার।
এ দিন ৪ আসামিকে আদালতে হাজির করে কামরাঙ্গীরচর থানায় ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা মামলায় ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ার। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক স্বপন কুমার সরকার এ তথ্য জানান।
মঙ্গলবার (৯ আগস্ট) চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও ক্যামেরা পারসন সাজু মিয়ার ওপর হামলা করা হয়। হামলার শিকার সাংবাদিক মিসবাহ হাসান মঙ্গলবার কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেন।
সাংবাদিক হাসান মিসবাহ জানান, চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে পুলিশের এসআই মিলন হোসেন তাদের গায়ে হাত তোলেন। মারধরের খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ও সাজুকে উদ্ধার করে।
ঘটনার সময় এসআই মিলনের জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।