রাজশাহী মেডিকেলে করোনায় আরো ৬ মৃত্যু
- Update Time : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / 244
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে দুইজন করোনা পজেটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর একজন করে রোগী মারা গেছেন।
রামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৯ জন।
Tag :
রাজশাহী