রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

- Update Time : ১১:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / 81
রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
আজ সোমবার সকাল সকালে রাজশাহীর সারদা স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করা যায়, এক থেকে দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।
Tag :