নওগাঁর রাণীনগরে ২০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

- Update Time : ১১:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 287
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ২০ লিটার চোলাই মদসহ আজাহার আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আজাহার আলী উপজেলার সঞ্জয়পুর গ্রামের বরকত আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, চোলাই মদ (বাংলামদ) তৈরি ও বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সঞ্জয়পুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে আজাহার আলীর বাড়ি তল্লাশি করে ২০ লিটার চোলাইমদ উদ্ধারসহ আজাহারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতার আজাহারকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
নওগাঁ