সৌদি আরবের সেরা গবেষকের খ্যাতি পেলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানীর বড় ছেলে ড. মাবরুক বিল্লাহ
- Update Time : ০৬:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / 8
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের সেরা গবেষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ, ঐতিহ্যবাহী চরমোনাই পীর পরিবারের সন্তান ড. সৈয়দ মাবরুক বিল্লাহ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান বিজনেস ডিনস কাউন্সিলের এক (এবিডিসি) জরিপে গবেষক হিসেবে সৌদি আরবে প্রথম ও গালফ রাষ্ট্রগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ।
পৃথিবীর খ্যাতনামা গবেষণা জার্নালে তিনি নিয়মিত নিজের গবেষণা প্রকাশ করেন। অস্ট্রেলিয়ান এই প্রতিষ্ঠানেও তার বহু গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাবরুক বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও চরমোনাই পীর আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীমের নাতি। একইসঙ্গে চরমোনাইয়ের বর্তমান পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীমের বড়ভাই চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর জ্যেষ্ঠ ছেলে।
মাবরুক বিল্লাহ মাবরুক বিল্লাহ নিউজিল্যান্ডের অকল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের প্রিন্স মোহাম্মাদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ের (পিএমইউ) সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।