মাও.আবদুল গনির ইন্তেকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শোক
- Update Time : ০৬:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / 74
ইসলামবাগ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ফেনি জেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদীন শায়খুল হাদিস মাওলানা আবদুল গনি রহ.-এর ইন্তেকালে শোকবার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারী ডা. শহীদুল ইসলাম।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শায়খুল হাদিস মরহুম আবদুল গনি রহ. দীনের একজন একনিষ্ঠ দায়ী ছিলেন। তিনি মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা, মাদরাসা মসজিদের খেদমতসহ দীনের বিভিন্ন রাহবারি করেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তার অসামান্য অবদান জাতি আজীবন স্মরণে রাখবে। তার ইন্তেকালে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
নেতৃদ্বয় মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌসে উঁচু মাকাম কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন এবং তার রেখে যাওয়া সন্তানসন্ততিসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।