দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

  • Update Time : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / 50

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি। ফিরেই তিনি বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাঁদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

ড. মুহাম্মদ ইউনূস কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার সকালে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

আজ দেশে ফিরে ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করে ড. ইউনূস বলেন, ‘আজারবাইজানে যাওয়ার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাঁদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া ও ফেরার সময় যেন তাঁরা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো।’

প্রধান উপদেষ্টা এই ওয়েটিং লাউঞ্জকে কীভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সে জন্য প্রবাসীদের স্বজনদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষাকক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ সব প্রবাসী নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত।

Please Share This Post in Your Social Media


দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Update Time : ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি। ফিরেই তিনি বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাঁদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

ড. মুহাম্মদ ইউনূস কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার সকালে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

আজ দেশে ফিরে ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করে ড. ইউনূস বলেন, ‘আজারবাইজানে যাওয়ার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাঁদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া ও ফেরার সময় যেন তাঁরা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো।’

প্রধান উপদেষ্টা এই ওয়েটিং লাউঞ্জকে কীভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সে জন্য প্রবাসীদের স্বজনদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষাকক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ সব প্রবাসী নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত।