রাজনীতিতে যুক্ত হলেন সেই বির্তকিত বক্তা আলী হাসান ওসামা

  • Update Time : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / 74

আলী হাসান ওসামা

খেলাফত মজলিসে যোগ দিলেন,বির্তকিত আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি আলী হাসান ওসামা। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

অনেক সময় গণতন্ত্র নিয়ে বক্তব্য দিয়ে এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। একাধিক বার জেল হাজতেও গিয়েছেন এই বক্তা। রাজনীতিতে যুক্তের খবরে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্যও আজ দেখা গেছে। তবে অনেকেই রাজনীতিতে যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোঃ মুনতাসির আলী, অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

মুফতি আলী হাসান ওসামা
                           মুফতি আলী হাসান ওসামা

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি জানান, তিনি (মুফতি আলী হাসান উসামা) বেশ কিছু দিন ধরে আমাদের দলের সাথে যুক্ত হওয়ার জন্য আলোপ-আলোচনা চলছিল। আমরা আমাদের সংবিধান তাকে দিয়েছি, তিনি পড়েছেন, বুঝেছেন। তারপর আরো সময় নিয়ে আমাদের অফিসে এসেছিলেন আরও একবার। দীর্ঘ অনেকগুলো বৈঠক হয়েছে। একপর্যায়ে আজ তিনি জেনে-বুঝেই আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।

‘আমরা মনে করি সকল ইসলামি দলের মধ্যে বিভেদ তৈরী না হয়ে একতা তৈরী হওয়ার সময় এখন’ বলে উল্লেখ করেন দলটির নায়েবে আমীর।

Please Share This Post in Your Social Media


রাজনীতিতে যুক্ত হলেন সেই বির্তকিত বক্তা আলী হাসান ওসামা

Update Time : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

খেলাফত মজলিসে যোগ দিলেন,বির্তকিত আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি আলী হাসান ওসামা। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

অনেক সময় গণতন্ত্র নিয়ে বক্তব্য দিয়ে এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। একাধিক বার জেল হাজতেও গিয়েছেন এই বক্তা। রাজনীতিতে যুক্তের খবরে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্যও আজ দেখা গেছে। তবে অনেকেই রাজনীতিতে যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোঃ মুনতাসির আলী, অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

মুফতি আলী হাসান ওসামা
                           মুফতি আলী হাসান ওসামা

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি জানান, তিনি (মুফতি আলী হাসান উসামা) বেশ কিছু দিন ধরে আমাদের দলের সাথে যুক্ত হওয়ার জন্য আলোপ-আলোচনা চলছিল। আমরা আমাদের সংবিধান তাকে দিয়েছি, তিনি পড়েছেন, বুঝেছেন। তারপর আরো সময় নিয়ে আমাদের অফিসে এসেছিলেন আরও একবার। দীর্ঘ অনেকগুলো বৈঠক হয়েছে। একপর্যায়ে আজ তিনি জেনে-বুঝেই আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।

‘আমরা মনে করি সকল ইসলামি দলের মধ্যে বিভেদ তৈরী না হয়ে একতা তৈরী হওয়ার সময় এখন’ বলে উল্লেখ করেন দলটির নায়েবে আমীর।