শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কাটলো ঢাবি ছাত্রলীগ

  • Update Time : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / 552

ঢাবি প্রতিনিধিঃ

কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাময় সময়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ঠিক তেমনই সাভারের একজন কৃষক মো: আতাউর রহমান চিন্তিত ছিলো তার জমিতে সদ্য পাকা ধান কাটা ও মাড়াই নিয়ে।

বিষয়টি জানতে পারে প্রায় ১৬ শতক জমির (ব্রি-২৯) ধান কেটে এবং মাড়াই করে বাড়িতে পৌঁছে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নে এ ধান কাটার কার্যক্রম পরিচালনা করেন তারা।

জমির ধান কাটাতে নেতৃত্বে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক সুস্ময় দাস ও আইন অনুষদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুজয় বসু।

এছাড়াও উপ-প্রচার সম্পাদক প্রনব কৃষ্ণ সাহা ও তপন সহ জগন্নাথ হলের শাখা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে নিয়ে কৃষক আতাউর রহমানের জমির পাকা ধান কেটে ও মাড়ায় করে বাড়িতে পৌঁছে দেন।

ছাত্রলীগ নেতারা বিডি সমাচারকে জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা নির্দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় মানবিক দায়িত্ব থেকে তারা কৃষকের জমির ধান কাটেন এবং মাড়াই করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কাটলো ঢাবি ছাত্রলীগ

Update Time : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

ঢাবি প্রতিনিধিঃ

কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাময় সময়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ঠিক তেমনই সাভারের একজন কৃষক মো: আতাউর রহমান চিন্তিত ছিলো তার জমিতে সদ্য পাকা ধান কাটা ও মাড়াই নিয়ে।

বিষয়টি জানতে পারে প্রায় ১৬ শতক জমির (ব্রি-২৯) ধান কেটে এবং মাড়াই করে বাড়িতে পৌঁছে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নে এ ধান কাটার কার্যক্রম পরিচালনা করেন তারা।

জমির ধান কাটাতে নেতৃত্বে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক সুস্ময় দাস ও আইন অনুষদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুজয় বসু।

এছাড়াও উপ-প্রচার সম্পাদক প্রনব কৃষ্ণ সাহা ও তপন সহ জগন্নাথ হলের শাখা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে নিয়ে কৃষক আতাউর রহমানের জমির পাকা ধান কেটে ও মাড়ায় করে বাড়িতে পৌঁছে দেন।

ছাত্রলীগ নেতারা বিডি সমাচারকে জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা নির্দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় মানবিক দায়িত্ব থেকে তারা কৃষকের জমির ধান কাটেন এবং মাড়াই করেন।