প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ পেলেন সনজিত চন্দ্র দাস

  • Update Time : ০৩:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / 166

জাননাহ, ঢাবি প্রতিনিধি

চুক্তির ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।

মঙ্গলবার(২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর বেতন হবে জাতীয় বেতন স্কেল-২০১৫–এর নবম গ্রেডভুক্ত বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ, অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা (নির্ধারিত)। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদকাল হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এর পূর্বেও মেয়াদ সমাপ্ত হতে পারে ।

সনজিত চন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। ২০১৬ সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হন সনজিত। ২০১৮ সালের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ পেলেন সনজিত চন্দ্র দাস

Update Time : ০৩:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

চুক্তির ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।

মঙ্গলবার(২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর বেতন হবে জাতীয় বেতন স্কেল-২০১৫–এর নবম গ্রেডভুক্ত বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ, অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা (নির্ধারিত)। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদকাল হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এর পূর্বেও মেয়াদ সমাপ্ত হতে পারে ।

সনজিত চন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। ২০১৬ সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হন সনজিত। ২০১৮ সালের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।