কচুয়ায় জমি দখলে বাধা দেয়ায় ২জনকে মারধর
- Update Time : ১০:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / 226
তারেক মাহমুদ সুজন:
চাঁদপুরের কচুয়ায় অবৈধভাবে জমি দখল করার সময় বাধা দেয়ায় মমিন ডাক্তার বাড়ির আরিফ(৩০),কামরুল(২৫) ও ফারুক(২৩) এর বিরুদ্ধে দুইজনকে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মাহমুদ হাসান(২৪) ও রাসেল(২৫)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৩ জুন) উপজেলার ১২নং ইউনিয়নের পনশাহী গ্রামে এই ঘটনা ঘটে ।
আহত রাসেল বিডি সমাচারকে বলেন, আমাদের দলিল ও খতিয়ানভুক্ত বাসতবাড়ির জায়গা দীর্ঘদিন ধরে আরিফ গং জোর করে দখল করার চেষ্টা চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় অরিফ গং আজ সেখানে দেয়াল দিতে আসলে আমরা বাধা দেই। তখন তারা দা,লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।
তিনি আরো বলেন, এভাবে জোরপূর্বক দখল করতে আসায় পূর্বেও এলাকাবাসী তাদেরকে নিবৃত করে। তবুও কয়েকদিন পর পর তারা উক্ত জায়গা দখল করার চেষ্টা করে। এবং বাধা দিতে আসলে চড়াও হয়।
এ বিষয়ে অভিযুক্ত আরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোন সাড়া পাওয়া যায় নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রাহাত বিডি সমাচারকে বলেন, অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।