জাতীয় প্রেস ক্লাবে ‘বিডি সমাচার এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০৯:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / 244
বিডিসমাচার ডেস্ক:
বিডিসমাচার২৪ ডটকম( bdsomachar24) এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে জমকালো আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার বিকেলে এ অনুষ্ঠান উদযাপন হয়।
অনুষ্ঠানে বিডিসমাচার ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ মহসিন হোসেন এর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক খান এর পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম।
এ সময় তিনি বলেন, বিডিসমাচার ১টি বছর পেরিয়ে ২য় বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে পত্রিকাটির সাংবাদিক ও কলাকুশলী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকম এর পাঠক, শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানাচ্ছি।
প্রেস ক্লাব সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধিশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এ গণমাধ্যম পত্রিকাটি ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করেছে জনপ্রিয়তা। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম।
প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। আগামী দিনেও বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা রইল। আমি বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় ইতিমধ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী নজর কেড়েছে, অর্জন করেছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা।
আমি আশা করি, বিডি সমাচার টুয়েন্টিফোর ডটকম পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকন্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, পীরজাদা আব্দুল কুদ্দুস,বিডিসমাচার এর উপদেষ্টা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকাস্হ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না,টাইমস বিডির সম্পাদক মানসুর আহমেদ সাকী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জামাল গাজী সোহাগ।
অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক সাংবাদিক সম্মননা পান সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুল হাই তুহিন, দেশ সেরা ফ্রিল্যান্সার এন্ড অ্যাফিলিয়েট মার্কেটার মাসুদ রানা, ঢাকাটেক ডট নেট এর সিইও মোঃ আসাদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারাবাংলা ডটনেট এর সিনিয়র ফটো সাংবাদিক হাবিবুর রহমান, দৈনিক জনতার চিফ ফটোগ্রাফার ফরিদ উদ্দিন,কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী, ডাকসু সদস্য আল-আমিন গাজী,সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, বিডি সমাচার সহকারী সম্পাদক গিয়াস উদ্দিন পরশ, যুগ্নবার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু,সহ-সম্পাদক সজিব হাসান, আলআমিন মজুমদার, মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি মিঠু চন্দ্র শীল, ঢাকাতিয়ার সম্পাদক ফরিদ আহমেদ, বিডি সমাচারের
সিনিয়র স্টাফরিপোর্টার মোঃ সাইফুদ্দিন, সাহউদ্দিন, জহিরুল ইসলাম, পাবরুল হোসেন পাভেল, সাইফুল ইসলাম রানা, আবু হাসান প্রধানপ্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নরসিংদী প্রতিনিধি মাহাদী হাসান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এক ঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিক এবং সুধিজন নিয়ে পত্রিকাটির যাত্রা শুরু হয়। ইতিমধ্যে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর, গাইবান্ধা, রংপুর, চট্রগ্রাম সহ বিভিন্ন জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।