এলপিজির দাম বাড়বে না কমবে, ঘোষণা বিকেলে

- Update Time : ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 82
জুলাই মাসে এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বুধবার (২ জুলাই)। এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা আজ বিকেল ৩টায় জানানো হবে। সৌদি আরামকোর নির্ধারিত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুসারে এ মূল্য নির্ধারণ করা হবে।
এর আগে, গত ২ জুন সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।
এদিন এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও। গত ২ জুন অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা (মূসকসহ) নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ১২ বার পরিবর্তন করা হয়। এর মধ্যে সাতবার দাম বাড়ানো হয়—জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। কমানো হয় চারবার—এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বরে কোনো পরিবর্তন হয়নি।