দুদক স্বাধীনভাবে কাজ করছে, কোনো হস্তক্ষেপ নেই : অর্থ উপদেষ্টা

  • Update Time : ০৭:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 33

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত ৭২টি প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “দুদক তাদের নিজস্ব নিয়মে অনুসন্ধান করছে। অর্থ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ চাইলে ভাবতে পারেন—এমন সময়েই কেন অনুসন্ধান শুরু হলো। তবে আমি বলতে চাই, জাতীয় স্বার্থের জায়গায় কোনো অবহেলা মেনে নেওয়া যায় না। দুদক স্বাধীনভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “এনবিআর ও বন্দর বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন অভিযোগ পেয়েছি। জাতীয় স্বার্থ–সম্পর্কিত সেবা একতরফাভাবে বন্ধ করা গ্রহণযোগ্য নয়।”

আন্দোলনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “পক্ষপাত বা ভয় ছাড়াই স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কাজ করতে হবে। কেউ বিচ্যুতি ঘটালে জবাবদিহি করতেই হবে, এটা স্বাভাবিক।”

উল্লেখ্য, ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দেওয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ছয়জনের মধ্যে অন্তত পাঁচজন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা হাছান মুহম্মদ তারেক রিকাবদার ঐক্য পরিষদের সভাপতি।

সরকার আশা করছে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এনবিআরের চলমান সংকটের সমাধান হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


দুদক স্বাধীনভাবে কাজ করছে, কোনো হস্তক্ষেপ নেই : অর্থ উপদেষ্টা

Update Time : ০৭:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত ৭২টি প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “দুদক তাদের নিজস্ব নিয়মে অনুসন্ধান করছে। অর্থ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ চাইলে ভাবতে পারেন—এমন সময়েই কেন অনুসন্ধান শুরু হলো। তবে আমি বলতে চাই, জাতীয় স্বার্থের জায়গায় কোনো অবহেলা মেনে নেওয়া যায় না। দুদক স্বাধীনভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “এনবিআর ও বন্দর বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন অভিযোগ পেয়েছি। জাতীয় স্বার্থ–সম্পর্কিত সেবা একতরফাভাবে বন্ধ করা গ্রহণযোগ্য নয়।”

আন্দোলনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “পক্ষপাত বা ভয় ছাড়াই স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কাজ করতে হবে। কেউ বিচ্যুতি ঘটালে জবাবদিহি করতেই হবে, এটা স্বাভাবিক।”

উল্লেখ্য, ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দেওয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ছয়জনের মধ্যে অন্তত পাঁচজন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা হাছান মুহম্মদ তারেক রিকাবদার ঐক্য পরিষদের সভাপতি।

সরকার আশা করছে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এনবিআরের চলমান সংকটের সমাধান হবে।