ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

  • Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 40

default

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার।

আজ শনিবার (২৮ জুন) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা।

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে এই মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। এই পর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

মহাসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রস্তুতির অংশ হিসেবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেন। সে সময় তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে।

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামীর রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে এই মহাসমাবেশ থেকে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার।

আজ শনিবার (২৮ জুন) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা।

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে এই মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। এই পর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

মহাসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রস্তুতির অংশ হিসেবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেন। সে সময় তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে।

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামীর রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে এই মহাসমাবেশ থেকে।