খুলনায় ইজিবাইক পরিচালনায় শৃঙ্খলা আনতে সফটওয়্যার চালু হবে

  • Update Time : ০৮:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 78

খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তুলতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মধ্যে সোমবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো: ফিরোজ সরকার।

সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরা হয়। প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে নগর সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, যানজট নিরসন, নদীবেষ্টিত শহরের চারপাশে ওয়াকওয়ে ও রক্ষা বাঁধ নির্মাণ, জিয়া হলের স্থলে আধুনিক বহুতল স্থাপনা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বনায়ন, নগর জেনারেল হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিক স্থাপন, নগরীর পার্ক সংস্কার ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ইত্যাদি।

সভায় কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার নেতৃবৃন্দের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, জিয়া হলের স্থানে একটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। যানজট নিরসনে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং ইজিবাইক পরিচালনায় শৃঙ্খলা আনতে সফটওয়্যার চালুর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতে করে একাধিক যানবাহন পরিচালনায় অনিয়ম রোধ সম্ভব হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, অতিবৃষ্টির সময় কিছু এলাকায় সমস্যা হলেও তা চলমান উন্নয়ন প্রকল্পের কারণে হচ্ছে। দ্রুত সমাধানের লক্ষ্যে কেডিএকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ২২টি খাল এবং ভৈরব, রূপসা ও পশুর নদীর নাব্যতা বৃদ্ধিতে পানি উন্নয়ন বোর্ড ও নৌপরিবহন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

শিক্ষা প্রসঙ্গে কেসিসি প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। খুলনায় আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কেসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ কেসিসি’র বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা, খুলনা প্রেস ক্লাবের প্রতিনিধি এবং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সভা শেষে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীর ৩১নং ওয়ার্ড এলাকায় সরেজমিনে পানি নিষ্কাশনের সমস্যাগুলো পরিদর্শন করেন এবং কেসিসি’র গৃহীত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।

এই সমন্বয় সভা নগর উন্নয়নে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে খুলনা শহরকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


খুলনায় ইজিবাইক পরিচালনায় শৃঙ্খলা আনতে সফটওয়্যার চালু হবে

Update Time : ০৮:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তুলতে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মধ্যে সোমবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো: ফিরোজ সরকার।

সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরা হয়। প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে নগর সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, যানজট নিরসন, নদীবেষ্টিত শহরের চারপাশে ওয়াকওয়ে ও রক্ষা বাঁধ নির্মাণ, জিয়া হলের স্থলে আধুনিক বহুতল স্থাপনা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বনায়ন, নগর জেনারেল হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিক স্থাপন, নগরীর পার্ক সংস্কার ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ইত্যাদি।

সভায় কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার নেতৃবৃন্দের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, জিয়া হলের স্থানে একটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। যানজট নিরসনে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং ইজিবাইক পরিচালনায় শৃঙ্খলা আনতে সফটওয়্যার চালুর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতে করে একাধিক যানবাহন পরিচালনায় অনিয়ম রোধ সম্ভব হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, অতিবৃষ্টির সময় কিছু এলাকায় সমস্যা হলেও তা চলমান উন্নয়ন প্রকল্পের কারণে হচ্ছে। দ্রুত সমাধানের লক্ষ্যে কেডিএকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ২২টি খাল এবং ভৈরব, রূপসা ও পশুর নদীর নাব্যতা বৃদ্ধিতে পানি উন্নয়ন বোর্ড ও নৌপরিবহন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

শিক্ষা প্রসঙ্গে কেসিসি প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। খুলনায় আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কেসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ কেসিসি’র বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা, খুলনা প্রেস ক্লাবের প্রতিনিধি এবং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সভা শেষে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীর ৩১নং ওয়ার্ড এলাকায় সরেজমিনে পানি নিষ্কাশনের সমস্যাগুলো পরিদর্শন করেন এবং কেসিসি’র গৃহীত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।

এই সমন্বয় সভা নগর উন্নয়নে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে খুলনা শহরকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।