৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব আজ: সংসদ ছাড়াই প্রচার হবে রাষ্ট্রীয় সম্প্রচারে

  • Update Time : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 41

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব আজ (সোমবার, ২ জুন) উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেল ৩টায় জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা। ফলে চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার কিছুটা কমানো হয়েছে।

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে কিছু কর্মসূচির ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ থাকছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার খাতে বাড়তি বরাদ্দ দেয়া হবে।

জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট কোনো আলোচনার জন্য উন্মুক্ত নয়। পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি আজ বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। একইসঙ্গে বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে, যেখানে অর্থ উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যা দেবেন। এছাড়া প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিক মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করে আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরবর্তীতে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব আজ: সংসদ ছাড়াই প্রচার হবে রাষ্ট্রীয় সম্প্রচারে

Update Time : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব আজ (সোমবার, ২ জুন) উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেল ৩টায় জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা। ফলে চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার কিছুটা কমানো হয়েছে।

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে কিছু কর্মসূচির ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ থাকছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার খাতে বাড়তি বরাদ্দ দেয়া হবে।

জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট কোনো আলোচনার জন্য উন্মুক্ত নয়। পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি আজ বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। একইসঙ্গে বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে, যেখানে অর্থ উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যা দেবেন। এছাড়া প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিক মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করে আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরবর্তীতে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে।