ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়বে

  • Update Time : ১০:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 49

বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে রাজধানী ঢাকায়। আজ রোববার (১ জুন) দুপুর পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকালে (৭টা) দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যা আদ্র ও ভ্যাপসা আবহাওয়ার ইঙ্গিত দেয়।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিসের সার্বিক পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সারা দেশে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়বে

Update Time : ১০:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে রাজধানী ঢাকায়। আজ রোববার (১ জুন) দুপুর পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকালে (৭টা) দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যা আদ্র ও ভ্যাপসা আবহাওয়ার ইঙ্গিত দেয়।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিসের সার্বিক পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সারা দেশে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।