ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব নাগরিক সেবা বন্ধ

  • Update Time : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 47

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।

ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। এ ছাড়াও কর্মবিরতিতে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো। তাই সব পরিষেবা বন্ধ রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব নাগরিক সেবা বন্ধ

Update Time : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।

ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। এ ছাড়াও কর্মবিরতিতে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো। তাই সব পরিষেবা বন্ধ রয়েছে।