সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

  • Update Time : ০২:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 61

রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা
বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। এসময় দেখা গেছে, ভেকু মেশিন দিয়ে উদ্যানের পাশে থাকা ভাসমান দোকানপাট ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন, তবে অনেকেই তা পারেননি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচার পাশাপাশি সেবনও করা হয়। সে কারণে আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদারে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে:

১. রাজু ভাস্কর্যের পেছনের টিএসসি সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ হবে।

২. অবৈধ দোকান উচ্ছেদ ও মাদক প্রতিরোধে যৌথ অভিযান চলবে।

৩. নিয়মিত নজরদারির জন্য একটি কমিটি গঠন করা হবে।

৪. উদ্যানে সিসিটিভি ও আলোর ব্যবস্থা করা হবে।

৫. ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।

৬. রমনা পার্কের মতো শৃঙ্খলা আনা হবে।

৭. রাত ৮টার পর সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

এই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

Update Time : ০২:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা
বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। এসময় দেখা গেছে, ভেকু মেশিন দিয়ে উদ্যানের পাশে থাকা ভাসমান দোকানপাট ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন, তবে অনেকেই তা পারেননি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচার পাশাপাশি সেবনও করা হয়। সে কারণে আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদারে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে:

১. রাজু ভাস্কর্যের পেছনের টিএসসি সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ হবে।

২. অবৈধ দোকান উচ্ছেদ ও মাদক প্রতিরোধে যৌথ অভিযান চলবে।

৩. নিয়মিত নজরদারির জন্য একটি কমিটি গঠন করা হবে।

৪. উদ্যানে সিসিটিভি ও আলোর ব্যবস্থা করা হবে।

৫. ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।

৬. রমনা পার্কের মতো শৃঙ্খলা আনা হবে।

৭. রাত ৮টার পর সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

এই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।