অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

  • Update Time : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 35

নতুন বছরের প্রথম মাসে অপরিবর্তিত রাখা হয়েছে এলপি গ্যাসের দাম। সদ্য সমাপ্ত ডিসেম্বরের মতো জানুয়ারি মাসের জন্যও প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৫৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনে দাম অপরিবর্তিত রাখার এ ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বরে দাম অপরিবর্তত থাকে পণ্যটির।

গণমাধ্যমে পাঠানো বিইআরসির সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার অটোগ্যাসের দাম কমনো হয়েছে। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬২৫ মার্কিন ডলার ও ৬১৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় জানুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

Tag :

Please Share This Post in Your Social Media


অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

Update Time : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

নতুন বছরের প্রথম মাসে অপরিবর্তিত রাখা হয়েছে এলপি গ্যাসের দাম। সদ্য সমাপ্ত ডিসেম্বরের মতো জানুয়ারি মাসের জন্যও প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৫৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনে দাম অপরিবর্তিত রাখার এ ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বরে দাম অপরিবর্তত থাকে পণ্যটির।

গণমাধ্যমে পাঠানো বিইআরসির সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার অটোগ্যাসের দাম কমনো হয়েছে। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬২৫ মার্কিন ডলার ও ৬১৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় জানুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।