অন্তর্বর্তী সরকার চড়া সুদে কোনো বিদেশি ঋণ নিচ্ছে না: অর্থ উপদেষ্টা

  • Update Time : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 9

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকার চড়া সুদে বিদেশ থেকে কোনো ঋণ নিচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, ‘বিগত সরকারের অনেক ভুল পলিসি উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকায় ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশের অর্থনৈতিক খাতে এত বিশৃঙ্খলা নেই। তারপরও দেশের যেটুকু উন্নয়ন হয়েছে তাতে কৃষকদের বড় ভূমিকা আছে। এগ্রিকালচার সায়েন্টিস্টদেরও অবদান অনেক।’

‘বিগত সরকারের অনেক ভুল পলিসি উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে। সেগুলি সংস্কার করতে সময় লাগবে। সব সংস্কার আমরা করে যেতে পারব না। আমরা হয়ত জরুরি কিছু প্রাথমিক সংস্কার করব। বাকি সংস্কার রাজনৈতিক সরকার করবে। বাংলাদেশের মানুষের যে দক্ষতা তা দিয়ে সংস্কার সম্ভব।’

অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে।’

মধ্যস্বত্বভোগীদের জন্য বাজারে দ্রব্যমূল্য বাড়ে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘তাদের (মধ্যস্বত্বভোগী) কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে। তাদের দরকার আছে। তবে হাত কমানোর চেষ্টা করা হচ্ছে।’

রাজস্বখাতে পলিসি আর ইমপ্লিমেন্টশন আলাদা করার ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বলেন, ‘বেশিরভাগ প্রতিষ্ঠানই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি।’

অর্থ উপদেষ্টা ভারতের ব্যবসায়ী গোষ্ঠী আদানির সঙ্গে বিদ্যুৎচুক্তির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আদানির বিষয়ে কোনো করই দেওয়া হয়নি। আদানিকে টাকা দেয়ার জন্যে সময় নেওয়া হয়েছে।’

দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বে। কেউ লুটপাট করলে শাস্তি পেতেই হবে।’

Please Share This Post in Your Social Media


অন্তর্বর্তী সরকার চড়া সুদে কোনো বিদেশি ঋণ নিচ্ছে না: অর্থ উপদেষ্টা

Update Time : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকার চড়া সুদে বিদেশ থেকে কোনো ঋণ নিচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, ‘বিগত সরকারের অনেক ভুল পলিসি উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকায় ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশের অর্থনৈতিক খাতে এত বিশৃঙ্খলা নেই। তারপরও দেশের যেটুকু উন্নয়ন হয়েছে তাতে কৃষকদের বড় ভূমিকা আছে। এগ্রিকালচার সায়েন্টিস্টদেরও অবদান অনেক।’

‘বিগত সরকারের অনেক ভুল পলিসি উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে। সেগুলি সংস্কার করতে সময় লাগবে। সব সংস্কার আমরা করে যেতে পারব না। আমরা হয়ত জরুরি কিছু প্রাথমিক সংস্কার করব। বাকি সংস্কার রাজনৈতিক সরকার করবে। বাংলাদেশের মানুষের যে দক্ষতা তা দিয়ে সংস্কার সম্ভব।’

অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে।’

মধ্যস্বত্বভোগীদের জন্য বাজারে দ্রব্যমূল্য বাড়ে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘তাদের (মধ্যস্বত্বভোগী) কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে। তাদের দরকার আছে। তবে হাত কমানোর চেষ্টা করা হচ্ছে।’

রাজস্বখাতে পলিসি আর ইমপ্লিমেন্টশন আলাদা করার ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বলেন, ‘বেশিরভাগ প্রতিষ্ঠানই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি।’

অর্থ উপদেষ্টা ভারতের ব্যবসায়ী গোষ্ঠী আদানির সঙ্গে বিদ্যুৎচুক্তির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আদানির বিষয়ে কোনো করই দেওয়া হয়নি। আদানিকে টাকা দেয়ার জন্যে সময় নেওয়া হয়েছে।’

দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বে। কেউ লুটপাট করলে শাস্তি পেতেই হবে।’