১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমান পলিথিন জব্দ

সারা দেশে পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / 26

পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ(৩ নভেম্বর) ঢাকার কামরাঙ্গিচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ আশি হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ১টি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

 পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
                              পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

অপরদিকে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media


১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমান পলিথিন জব্দ

সারা দেশে পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

Update Time : ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ(৩ নভেম্বর) ঢাকার কামরাঙ্গিচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ আশি হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ১টি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

 পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
                              পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

অপরদিকে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।