সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান
- আপডেটের সময়: ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / 128
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। এছাড়া ফানুস উড়ানো ও আতশবাজি ফুটানো যাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৭ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
সভায় বলা হয়, বর্ষবরণের অনুষ্ঠানে ইভটিজিং, ছিনতাইসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট ও গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ থাকবে।
মাদকের অপব্যবহার রোধে ব্যবস্থা নেয়াসহ মোট ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, নববর্ষ উদযাপন নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
























