আজ রাতে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
- Update Time : ০৮:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / 170
নিজস্ব প্রতিবেদকঃ
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে- এমন প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় শনিবার দিবাগত রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হতে যাচ্ছ বলে জানিয়েছেন বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানির (বিসিপিসিএল) ব্যবস্থা পরিচালক।
ইতিমধ্যে জাহাজ এমভি অ্যাথেনা পটুয়াখালীর ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের’ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে। এখন কয়লা খালাসের কাজ চলছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।
দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে পাঁচ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।