সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি
- Update Time : ০১:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 166
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রদায়িক হামলা বন্ধের লক্ষ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সনাতন পরিষদ।
মঙ্গলবার ( ৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনটি থেকে আরও দাবি জানানো হয়, ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সাম্প্রদায়িক হামলায় ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত মঠ-মন্দির, দেবালয় ও বাড়িঘর পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটককৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
Tag :
সম্মিলিত সনাতন পরিষদ