আজ শুরু হচ্ছে ৭ কলেজের ভর্তি পরীক্ষা

  • Update Time : ০৯:২০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • / 188

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ৫ নভেম্বর (শুক্রবার) ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে ১১টা পর্যন্ত।

সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সাতটি হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

পরীক্ষা কমিটির দেওয়া তথ্য মতে, বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এ বছর আবেদন পড়েছে
২৩ হাজার ৭০০টি। বিপরীতে সাতটি কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এর মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১ হাজার ৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।

অপরদিকে ভর্তি পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি কেন্দ্রগুলোতে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নিতে কেন্দ্রগুলোতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে তিন হাজারের উপর পরীক্ষার্থী অংশ নেবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী শনিবার (৬ নভেম্বর) সাত কলেজের বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


আজ শুরু হচ্ছে ৭ কলেজের ভর্তি পরীক্ষা

Update Time : ০৯:২০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ৫ নভেম্বর (শুক্রবার) ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে ১১টা পর্যন্ত।

সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সাতটি হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

পরীক্ষা কমিটির দেওয়া তথ্য মতে, বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এ বছর আবেদন পড়েছে
২৩ হাজার ৭০০টি। বিপরীতে সাতটি কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এর মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১ হাজার ৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।

অপরদিকে ভর্তি পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি কেন্দ্রগুলোতে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নিতে কেন্দ্রগুলোতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে তিন হাজারের উপর পরীক্ষার্থী অংশ নেবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী শনিবার (৬ নভেম্বর) সাত কলেজের বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।