ভাওয়ালের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহে যোগাযোগ ব্যাহত
- আপডেটের সময়: ১০:১৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / 798
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ রেললাইনের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী ভাওয়াল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে একঘণ্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল।
বুধবার (২৯ জুন) সকাল পৌনে ৮ টার দিকে আউলিয়া নগর রেলস্টেশন এলাকায় এই ঘটনা। পরে পৌনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ সচল হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশের উপ-পরিদর্শক দীপক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলন, সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস। পথে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর আবার শুরু হয় ট্রেন চলাচল।
এ সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা ট্রেন আটকে ছিল বলেও জানান তিনি।

























