ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
- Update Time : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / 196
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)।
বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির।স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
উদ্ধার শেষে নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় থানায়। আর আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Tag :