ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি উৎপল, সম্পাদক সৌরভ
- Update Time : ০৯:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 203
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক ড. উৎপল কুমার সরকার। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক সৌরভ জাহাঙ্গীর।
গতকাল সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন বিএফইউজের সাবেক সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার অন্যরা হলেন: সহ-সভাপতি মফিদা আকবর (পাক্ষিক সূর্যতরু) ও খায়রুল আলম, (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (যুগান্তর) ও সাখাওয়াত হোসেন ( নাগরিক টিভি), সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কাইয়ুম কাজল ( একুশে টিভি), অর্থ সম্পাদক হাবীবুর রহমান (দৈনিক জনতা), দপ্তর সম্পাদক শামীম মাশরেকী ( মাসিক জনপ্রশাসন)), প্রচার ও প্রকাশনা সম্পাদক রওশন ঝুনু। কার্যনির্বাহীর কমিটির সদস্যরা হলেন, বিকাশ চন্দ্র দাস (প্রথম আলো), গনি আদম (এটিএননিউজ), নূরুন্নাহার রীতা (নবজীবন), ওয়াজেদ হীরা ( দৈনিক জনকণ্ঠ) ও সজীব সাদিক ( মাছরাঙা টিভি)।
সভায় নয় সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।উপদেষ্টারা হলেন, মাহফুজ আনাম, ইউসুফ শরীফ, ফাইজুস সালেহীন, মোল্লা জালাল, সরদার ফরিদ আহমদ, রেদওয়ান খন্দকার, লতিফুর বারী হামীম, মো. ওয়াহিদ্দুজ্জামান ও মোশাররফ হোসেন।