মার্কিনিরা কাবুল বিমানবন্দরে ১২০টি কুকুর ফেলে গেছে

  • Update Time : ১২:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / 185

আন্তর্জাতিক ডেস্কঃ

পশু অধিকার গ্রুপ পেটার অভিযোগ, ৬০টি বোমা অনুসন্ধানী কুকুর ও ৬০টি অন্যান্য কাজে নিয়োজিত কুকুর ফেলে আসা হয়েছে।

মার্কিনিরা আফগানিস্তান ত্যাগ করার জন্য কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০টি প্রশিক্ষিত কুকুর ফেলে এসেছে বলে অভিযোগ উঠেছে।

পশু অধিকার গ্রুপ পেটার অভিযোগ, ৬০টি বোমা অনুসন্ধানী কুকুর ও ৬০টি অন্যান্য কাজে নিয়োজিত কুকুর ফেলে আসা হয়েছে। এসব কুকুর পর্যাপ্ত খাবার বা পানি পাচ্ছে না, তারা গরমেও রয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘ভুল প্রতিবেদন সংশোধন করার জন্য বলছি, মার্কিন সামরিক বাহিনী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাঁচার মধ্যে কোনো কুকুর রেখে আসেনি।’

অনলাইনে প্রচারিত কুকুরের ছবির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এসব কুকুর সামরিক বাহিনীর ব্যবহৃত নয়।’

Please Share This Post in Your Social Media


মার্কিনিরা কাবুল বিমানবন্দরে ১২০টি কুকুর ফেলে গেছে

Update Time : ১২:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

পশু অধিকার গ্রুপ পেটার অভিযোগ, ৬০টি বোমা অনুসন্ধানী কুকুর ও ৬০টি অন্যান্য কাজে নিয়োজিত কুকুর ফেলে আসা হয়েছে।

মার্কিনিরা আফগানিস্তান ত্যাগ করার জন্য কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০টি প্রশিক্ষিত কুকুর ফেলে এসেছে বলে অভিযোগ উঠেছে।

পশু অধিকার গ্রুপ পেটার অভিযোগ, ৬০টি বোমা অনুসন্ধানী কুকুর ও ৬০টি অন্যান্য কাজে নিয়োজিত কুকুর ফেলে আসা হয়েছে। এসব কুকুর পর্যাপ্ত খাবার বা পানি পাচ্ছে না, তারা গরমেও রয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘ভুল প্রতিবেদন সংশোধন করার জন্য বলছি, মার্কিন সামরিক বাহিনী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাঁচার মধ্যে কোনো কুকুর রেখে আসেনি।’

অনলাইনে প্রচারিত কুকুরের ছবির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এসব কুকুর সামরিক বাহিনীর ব্যবহৃত নয়।’