নাইজেরিয়ায় ২২তলা ভবন ধস, নিখোঁজ শতাধিক
- Update Time : ১২:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / 191
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি ২২তলা আবাসিক ভবন ধসে অন্তত ১০০ জনে বেশি মানুষ নিখোঁজ হয়েছে।সেখানকার নির্মাণ শ্রমিকরা কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সময় সোমবার বিকেলে ইকোয়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রাত পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
শ্রমিকরা জানান, ধসে পড়া ভবনটিতে অন্তত ১০০ জন কর্মরত ছিলেন।
ভবন ধসের ঘটনা নাইজেরিয়ার লাগোসে নতুন নয়। দেশটির সবচেয়ে বড় এই শহরে প্রায় দুই কোটি মানুষের বসবাস। ২০১৯ সালেও সেখানে দুটি আলাদা ভবন ধসের ঘটনা ঘটে।
Tag :
নাইজেরিয়া