আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

  • Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 52

ইরান থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলের বিমানবাহিনী হামলা প্রতিহত করা এবং যেখানে প্রয়োজন হমকি ঠেকাতে পাল্টা হামলার জন্য অভিযান চালাচ্ছে।

ইসরায়েলের নাগরিকদেরকে সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের রাজধানী তেহরানও আরও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। এ হামলায় উভয়পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়।

অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী শনিবার মধ্যদুপুরের মধ্যে নিহত হয়েছে ১২৮ জন এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ওদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।

দুই পক্ষের হামলা পাল্টা হামলা রোববার তৃতীয় দিনে গড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুইপক্ষের উচিত একটি চুক্তি করা।

Tag :

Please Share This Post in Your Social Media


আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ইরান থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলের বিমানবাহিনী হামলা প্রতিহত করা এবং যেখানে প্রয়োজন হমকি ঠেকাতে পাল্টা হামলার জন্য অভিযান চালাচ্ছে।

ইসরায়েলের নাগরিকদেরকে সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের রাজধানী তেহরানও আরও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়, সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। এ হামলায় উভয়পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়।

অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী শনিবার মধ্যদুপুরের মধ্যে নিহত হয়েছে ১২৮ জন এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ওদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।

দুই পক্ষের হামলা পাল্টা হামলা রোববার তৃতীয় দিনে গড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুইপক্ষের উচিত একটি চুক্তি করা।