মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন অবৈধ বিদেশি নাগরিক আটক

  • Update Time : ১১:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 18

মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন অবৈধ বিদেশি নাগরিক আটক

৪২ বাংলাদেশিসহ ৬৫ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এশিয়ার দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া ও তেলোক পাংলিমা গারাং এলাকায় অবৈধভাবে চাষ করা ৫ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবৈধ এসব অভিবাসীদের দ্বারা বাগানটি চাষ করা হচ্ছিল বলে জানা গেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের (পিএলকেএস) আড়ালে এসব অবৈধ বিদেশি নাগরিকরা সেখানে কাজ করে আসছিল।

অভিযানে আটকদের মধ্যে ৪২ জন বাংলাদেশি ছাড়াও ১৩ জন মিয়ানমারের পুরুষ ও একজন মহিলা, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ ও দুইজন মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ ও একজন ভারতীয় পুরুষ রয়েছেন। তাদের সবার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

এ ঘটনায় ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে অপরাধ করায় পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media


মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন অবৈধ বিদেশি নাগরিক আটক

Update Time : ১১:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৪২ বাংলাদেশিসহ ৬৫ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এশিয়ার দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া ও তেলোক পাংলিমা গারাং এলাকায় অবৈধভাবে চাষ করা ৫ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবৈধ এসব অভিবাসীদের দ্বারা বাগানটি চাষ করা হচ্ছিল বলে জানা গেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের (পিএলকেএস) আড়ালে এসব অবৈধ বিদেশি নাগরিকরা সেখানে কাজ করে আসছিল।

অভিযানে আটকদের মধ্যে ৪২ জন বাংলাদেশি ছাড়াও ১৩ জন মিয়ানমারের পুরুষ ও একজন মহিলা, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ ও দুইজন মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ ও একজন ভারতীয় পুরুষ রয়েছেন। তাদের সবার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

এ ঘটনায় ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে অপরাধ করায় পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।