হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • Update Time : ১১:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / 106

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপ মিশনের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছেন সাকিব আল হাসানরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। বাংলাদেশের হয়ে যা একটু লড়াই করেছেন বোলাররা।

বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের জবাবে ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানের মাথায় দিমুথ করুণারত্নের স্টাম্প উড়িয়ে দেন তাসকিন আহমেদ। পরের ওভারে শরীফুলের বলে ১৪ রান করা নিশাঙ্কা তালুবন্দি হন মুশফিকের। দলীয় ৪৩ রানের মাথায় লঙ্কান শিবিরে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক। কুশাল মেন্ডিসকে ৫ রানে বোল্ড করেন সাকিব।

চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমা ও আশালঙ্কা মিলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১২১ রানের মাথায় সামারাবিক্রমাকে স্টাম্পিংয়ে সাজঘরে ফেরান মেহেদী হাসান। সাত রান পরেই লঙ্কান শিবিরে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন সাকিব। ২ রান নিয়ে খেলতে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন বাহাতি এই স্পিনার।বাকি পথটুকু আশালঙ্কা ও অধিনায়ক শানাকা বিপদ ছাড়াই পাড়ি দেন। ফিফটি তুলে আশালঙ্কা অপরাজিত থাকেন ৬২ রানে এবং শানাকা ১৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সাকিব দুটি, তাসকিন, শরীফুল ও একটি করে উইকেট নেন।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ২৫ রানের মাথায় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন এই ওপেনার। এরপর ব্যক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে পরিণত হন সাকিব।

৩৬ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন শান্ত। ৯৫ রানের সময় দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে দাসুন শানাকার শিকার হন হৃদয়। এরপর মুশফিকের সঙ্গে পঞ্চম জুটিতে ৩২ রান সংগ্রহ করেন শান্ত। তবে পাথারিনাকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মিস্টার ডিপেন্ডেবল। মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসানরা সঙ্গ দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটার হিসেবে ৮৯ রানে শান্ত ফিরলে বাকি দুই রান তুলতে তাসকিন ও মুস্তাফিজকে হারায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পাথারিনা চারটি, থিকসানা দুটি এবং ধনাঞ্জয়া, শানাকা ও ওয়াল্লাগে একটি করে উইকেট নেন।

Tag :

Please Share This Post in Your Social Media


হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Update Time : ১১:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপ মিশনের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছেন সাকিব আল হাসানরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। বাংলাদেশের হয়ে যা একটু লড়াই করেছেন বোলাররা।

বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের জবাবে ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানের মাথায় দিমুথ করুণারত্নের স্টাম্প উড়িয়ে দেন তাসকিন আহমেদ। পরের ওভারে শরীফুলের বলে ১৪ রান করা নিশাঙ্কা তালুবন্দি হন মুশফিকের। দলীয় ৪৩ রানের মাথায় লঙ্কান শিবিরে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক। কুশাল মেন্ডিসকে ৫ রানে বোল্ড করেন সাকিব।

চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমা ও আশালঙ্কা মিলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১২১ রানের মাথায় সামারাবিক্রমাকে স্টাম্পিংয়ে সাজঘরে ফেরান মেহেদী হাসান। সাত রান পরেই লঙ্কান শিবিরে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন সাকিব। ২ রান নিয়ে খেলতে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন বাহাতি এই স্পিনার।বাকি পথটুকু আশালঙ্কা ও অধিনায়ক শানাকা বিপদ ছাড়াই পাড়ি দেন। ফিফটি তুলে আশালঙ্কা অপরাজিত থাকেন ৬২ রানে এবং শানাকা ১৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সাকিব দুটি, তাসকিন, শরীফুল ও একটি করে উইকেট নেন।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ২৫ রানের মাথায় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন এই ওপেনার। এরপর ব্যক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে পরিণত হন সাকিব।

৩৬ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন শান্ত। ৯৫ রানের সময় দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে দাসুন শানাকার শিকার হন হৃদয়। এরপর মুশফিকের সঙ্গে পঞ্চম জুটিতে ৩২ রান সংগ্রহ করেন শান্ত। তবে পাথারিনাকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মিস্টার ডিপেন্ডেবল। মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসানরা সঙ্গ দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটার হিসেবে ৮৯ রানে শান্ত ফিরলে বাকি দুই রান তুলতে তাসকিন ও মুস্তাফিজকে হারায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পাথারিনা চারটি, থিকসানা দুটি এবং ধনাঞ্জয়া, শানাকা ও ওয়াল্লাগে একটি করে উইকেট নেন।