সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

  • Update Time : ০৬:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / 132

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয় করতে নামে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনারের পর এবার অধিনায়ক সাকিবকেও হারিয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিং নামে বাংলাদেশ। ২৭ রানে দুই ওপেনার তানজিদ তামিম এবং নাঈম শেখকে হারানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও (৫) রানে সাজঘরে ফিরে যান।

লিটন কুমার দাসের জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তানজিদ হাসান তামিমের। কিন্তু শুরুটা হয়েছে বিষাদময়। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার থিকশানার ক্যারম বলে লাইন মিস করেন বাঁহাতি ওপেনার। বল তার পায়ে আঘাত হানলে আম্পায়ার আঙুল তুলতে খুব একটা সময় নেননি। ফলে অভিষেকে ১৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক মারেন তামিম।

২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কাকা অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। এর পর ব্যাক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন।

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media


সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

Update Time : ০৬:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয় করতে নামে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনারের পর এবার অধিনায়ক সাকিবকেও হারিয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিং নামে বাংলাদেশ। ২৭ রানে দুই ওপেনার তানজিদ তামিম এবং নাঈম শেখকে হারানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও (৫) রানে সাজঘরে ফিরে যান।

লিটন কুমার দাসের জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তানজিদ হাসান তামিমের। কিন্তু শুরুটা হয়েছে বিষাদময়। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার থিকশানার ক্যারম বলে লাইন মিস করেন বাঁহাতি ওপেনার। বল তার পায়ে আঘাত হানলে আম্পায়ার আঙুল তুলতে খুব একটা সময় নেননি। ফলে অভিষেকে ১৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক মারেন তামিম।

২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কাকা অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। এর পর ব্যাক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন।

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।