গোয়েন্দা সংস্থা ‘র’-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা

  • Update Time : ১২:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 138

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতীর গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইপিএস কর্মকর্তা রবি সিনহা। সংস্থাটির বর্তমান প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমান ‘র’ প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রবি সিনহা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার পরবর্তী ‘র’ প্রধান হিসেবে রবিকে মনোনীত করে। খবর এনডিটিভি’র।

রবি ১৯৮৮ সালে ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগ দেন। তিনি গোয়েন্দা সংস্থাটির বর্তমান সেকেন্ড ইন কমান্ড এবং গত সাত বছর ধরে সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল ও চরমপন্থী প্রভাবিত এলাকাগুলোয় কাজ করেছেন তিনি। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে ২০১৯ সালের জুনে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে নিযুক্ত হন সামন্ত গোয়েল। এরপর ২০২১ ও ২০২২ সালে দু’বার গোয়েলের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। সব মিলিয়ে তিনি মোট চার বছর সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


গোয়েন্দা সংস্থা ‘র’-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা

Update Time : ১২:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতীর গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইপিএস কর্মকর্তা রবি সিনহা। সংস্থাটির বর্তমান প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমান ‘র’ প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রবি সিনহা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার পরবর্তী ‘র’ প্রধান হিসেবে রবিকে মনোনীত করে। খবর এনডিটিভি’র।

রবি ১৯৮৮ সালে ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগ দেন। তিনি গোয়েন্দা সংস্থাটির বর্তমান সেকেন্ড ইন কমান্ড এবং গত সাত বছর ধরে সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল ও চরমপন্থী প্রভাবিত এলাকাগুলোয় কাজ করেছেন তিনি। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে ২০১৯ সালের জুনে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে নিযুক্ত হন সামন্ত গোয়েল। এরপর ২০২১ ও ২০২২ সালে দু’বার গোয়েলের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। সব মিলিয়ে তিনি মোট চার বছর সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।