বেলুন কাণ্ডে ব্লিনকেনের চীন সফর স্থগিত
- Update Time : ০১:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 156
আন্তর্জাতিক ডেস্কঃ
নিরাপত্তা, তাইওয়ান ও করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফর করার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা নজরদারি বেলুন শনাক্ত হওয়ার পর চীন সফরে যাওয়া পিছিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় চীন সফরে রওয়ানা হওয়ার কথা ছিল ব্লিনকেনের। আর চীনে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কোনো মন্ত্রীর এটিই হতো প্রথম সফর।
এদিকে চীনের এই বেলুন কাণ্ডে খানিকটা চটেছেন ব্লিনকেন। বিবিসি জানিয়েছে, এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
অপরদিকে চীন এরই মধ্যে ঘটনাটির ব্যাখ্যা দিয়ে বলেছে, তারা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ওই বেলুন ব্যবহার করেছে এবং সেটি খারাপ আবহাওয়ার কারণে এর নির্ধারিত রুট থেকে সরে গেছে।
বেলুন অনাকাঙ্খিতভাবে যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ার জন্য চীন দুঃখও প্রকাশ করেছে এমনকী বিষয়টির একটি মীমাংসা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে।