গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

- Update Time : ১২:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 302
দীর্ঘদিন পর মঞ্চে ফিরে অনুষ্ঠান শেষ করা হলো না সাবিনার। মঞ্চে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
আজ (৩১ জানুয়ারি) শুক্রবার ছিল কিংবদন্তিসম শিল্পী সাবিনা ইয়াসমিনের গানের সন্ধ্যা। ঘটনা নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন।
বাঁধন বলেন, দীর্ঘদিন পর আম্মু আজ মঞ্চে ওঠেন। গানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আম্মুর মাথাব্যথা শুরু হয়। পরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছে।
এক বছরেরও বেশি সময় ধরে গানে বিরতি নিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এই সময়ে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম ২০০৭ সালে তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আবারো গান শুরু করেছিলেন তিনি। মাঝে বিশ্বের কয়েকটি দেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানগুলোয় গান করেছেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুন করে তার শরীরে ক্যানসার ফিরে আসে। সেবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন তিনি। তবে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছিল।
কিছুদিন আগে সাবিনা ঢাকায় ফেরেন। গত ৪ জানুয়ারি ঢালিউড অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গনে নেওয়া হলে, সেখানে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন সাবিনা। ছেলেবেলার বান্ধবী অঞ্জনাকে নিয়ে সেদিন স্মৃতিচারণ করেছেন সাবিনা ইয়াসমিন ।