নিউইয়র্কে প্রদর্শিত হবে সাইমনের ‘অন্যদিন’

  • Update Time : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 164

বিনোদন ডেস্কঃ

আগামী ১৬ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত নিউইয়র্কের ‘মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজ-ফার্স্ট লুক’ চলচ্চিত্র উৎসব। আর উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন’।

প্রতি বছর এই উৎসবে নিরীক্ষাধর্মী ফিকশন, ননফিকশন, ডকুমেন্টারি, স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলোবে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হয়। এবার বিশ্বের ৩০টি দেশের ৩৮টি সিনেমা আমন্ত্রিত হয়েছে। যেখানে রয়েছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

এই পরিচালকর ‘জলত্রয়ী’র [ওয়াটার ট্রিলজি] দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন’। প্রথমটি ছিল তার পরিচালিত আলোচিত সিনেমা ‘শুনতে কি পাও’।

এর আগে সিনেমাটির পাণ্ডুলিপির জন্য ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট পরিচালকের সম্মাননা পেয়েছিলেন সাইমন। সেই সঙ্গে লোকার্নোর ওপেন ডোর্সের সেরা পুরস্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পান।

এছাড়া ২০১৭ সালে একই পাণ্ডুলিপির জন্য কান চলচ্চিত্র উৎসবের সিনেফন্ডেশনের লা’ এতেলিয়ারেও আমন্ত্রণ পান সাইমন। গত বছর নভেম্বরে আমস্টারডামের ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছিল সিনেমাটি।

Tag :

Please Share This Post in Your Social Media


নিউইয়র্কে প্রদর্শিত হবে সাইমনের ‘অন্যদিন’

Update Time : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্কঃ

আগামী ১৬ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত নিউইয়র্কের ‘মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজ-ফার্স্ট লুক’ চলচ্চিত্র উৎসব। আর উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন’।

প্রতি বছর এই উৎসবে নিরীক্ষাধর্মী ফিকশন, ননফিকশন, ডকুমেন্টারি, স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলোবে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হয়। এবার বিশ্বের ৩০টি দেশের ৩৮টি সিনেমা আমন্ত্রিত হয়েছে। যেখানে রয়েছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

এই পরিচালকর ‘জলত্রয়ী’র [ওয়াটার ট্রিলজি] দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন’। প্রথমটি ছিল তার পরিচালিত আলোচিত সিনেমা ‘শুনতে কি পাও’।

এর আগে সিনেমাটির পাণ্ডুলিপির জন্য ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট পরিচালকের সম্মাননা পেয়েছিলেন সাইমন। সেই সঙ্গে লোকার্নোর ওপেন ডোর্সের সেরা পুরস্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পান।

এছাড়া ২০১৭ সালে একই পাণ্ডুলিপির জন্য কান চলচ্চিত্র উৎসবের সিনেফন্ডেশনের লা’ এতেলিয়ারেও আমন্ত্রণ পান সাইমন। গত বছর নভেম্বরে আমস্টারডামের ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছিল সিনেমাটি।