শতবর্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / 135

জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ

শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ র‍্যালি আয়োজন করা হয়৷

আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার সামনে সমবেত হন। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে র‍্যালিটি কলাভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত, ‘আমরা সবাই বাঙালি’ ও বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের মাধ্যমে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, আমরা শতবর্ষ উদযাপন করছি এবং পরবর্তী শতবর্ষ উদযাপনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করবো। সেক্ষেত্রে এখানে মানবতার জয়গান প্রস্ফুটিত হবে। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে। এর পাশাপাশি আমরা গুরুত্বারোপ করবো মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপরে এবং সেটিই চতুর্থ শিল্প বিপ্লবের যে সুবিধা রয়েছে তা ভোগ করতে সহায়তা করবে।

র‍্যালিতে ১৮টি আবাসিক হলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, সিনেট ও সিন্ডিকেটের সদস্য, শিক্ষক সমিতির নেতা, কর্মচারী সমিতি, হোস্টেলসহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব পর‍্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media


শতবর্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Update Time : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ

শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ র‍্যালি আয়োজন করা হয়৷

আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার সামনে সমবেত হন। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে র‍্যালিটি কলাভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত, ‘আমরা সবাই বাঙালি’ ও বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের মাধ্যমে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, আমরা শতবর্ষ উদযাপন করছি এবং পরবর্তী শতবর্ষ উদযাপনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করবো। সেক্ষেত্রে এখানে মানবতার জয়গান প্রস্ফুটিত হবে। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে। এর পাশাপাশি আমরা গুরুত্বারোপ করবো মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপরে এবং সেটিই চতুর্থ শিল্প বিপ্লবের যে সুবিধা রয়েছে তা ভোগ করতে সহায়তা করবে।

র‍্যালিতে ১৮টি আবাসিক হলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, সিনেট ও সিন্ডিকেটের সদস্য, শিক্ষক সমিতির নেতা, কর্মচারী সমিতি, হোস্টেলসহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব পর‍্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।