ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা
- Update Time : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / 65
হুমায়ুন কবির,
সংবাদদাতাঃ
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের জয়ে বিশেষ অবদান রাখা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিন নারী ফুটবলার সপ্না রাণী,কোহাতি কিসকু ও সাগরিকাকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার
(২১নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অনুষ্ঠানের সভাপতি ওই তিন নারী ফুটবলারদের মুখে তাদের সফলতার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ক্রেস্ট ও ফুল দিয়ে তাদের সম্মান জানান। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের ক্রীড়া উন্নয়নে মাঠ সংরক্ষণ এবং একটি আধুনিক জিমনেসিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক বলেন,এই কৃতী খেলোয়াড়রা এ জেলার ও দেশের গৌরব বৃদ্ধি করেছে। তাদের অর্জন আমাদের ক্রীড়া জগতকে অনুপ্রাণিত করবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু,রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তারাও অংশ নেন। বক্তারা ঠাকুরগাঁওয়ের মেয়েদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। উল্লেখ্য,টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না,সাগরিকা,কোহাতি।অতিথিরা তাদের বক্তব্যে বলেন,এই তিন নারী ফুটবলার আমাদের জেলার গর্ব, তাই তারা তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।