পাওনা টাকা আদায় করতে আলেশামার্টের কার্যালয়ে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান
- Update Time : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / 185
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকার বনানীতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিসে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পাওনা টাকা ফেরত দেবার দাবিতে সেখানে সমবেত হয়েছেন তারা।
ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থীদের দাবি, আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের দেওয়া কথা অনুযায়ী বুধবার সকালে টাকা ফেরত নিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সকাল থেকে বিভিন্ন কথা বলে তাদের ঘুরাতে থাকে আলেশামার্ট কর্তৃপক্ষ। একপর্যায়ে টাকা না দেওয়ায় উপস্থিত শিক্ষার্থীরা স্লোগান দিলে তাদেরকে ধাক্কা দেন ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা৷
এ সময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, চেয়ারম্যান গেলো কই’, ‘ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা, মানি না মানবো’, ‘এক দফা এক দাবি, আমার টাকা কখন দিবি’ স্লোগান দিতে থাকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র কামরুল বলেন, ‘পাওনা টাকার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী আলেশামার্টের বনানী কার্যালয়ে অবস্থান নিয়েছি। গত সোমবার আমরা এখানে এসেছিলাম। তখন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিজেই আমাদের বুধবার টাকা নিতে আসতে বলেন। কিন্তু টাকা নিতে কার্যালয়ে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা আমাদের বাধা দেন। তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতিও হয়। আমরা পাওনা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আলেশামার্ট কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি।’