নিরবধি পথচলার ১৮১ বছরে ঢাকা কলেজ

  • Update Time : ১১:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 172

মুজাহিদ, নিজস্ব প্রতিবেদকঃ

শত সংগ্রাম, বাঁধা বিপত্তি পেরিয়ে, ১৮০ টি বসন্ত পার করে ১৮১ বছরে পদার্পণ করলো উপমহাদেশের সর্বপ্রথম উচ্চশিক্ষার দুয়ার খুলে দেওয়া গৌরব আর ঐতিহ্যের প্রিয় ঢাকা কলেজ।

১৮৪১ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ঢাকা ইংলিশ সেমিনারী স্কুল যা পরবর্তী কালে নাম পরিবর্তন করে হয় ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা সেন্ট্রাল কলেজ এবং বর্তমানে ঢাকা কলেজ।

অতি প্রাচীন এ কলেজটির প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই শতাব্দী ধরে এদেশে শিক্ষা প্রসারে অতুলনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিশ্ব করোনা মহামারিতে যার সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায়।

শিক্ষার প্রসারে ঢাকা কলেজ যে কতটা অগ্রগামী তার বড় প্রমাণ পাওয়া যায় করোনার কারণে স্ব শরীরে বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে ও শিক্ষা ব্যবস্থাকে আরো সহজতর করতে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা। যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই তার ক্লাস পরিক্ষা সম্পন্ন করতে পেরেছে। ঢাকা কলেজ কর্তৃক সর্বপ্রথম চালু হওয়া এই শিক্ষা কার্যক্রম বাংলাদেশের শিক্ষার মাধ্যমকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

ইতিহাস-ঐতিহ্যেও ঢাক‌া কলেজ অবদান রেখে আসছে যুগ যুগ ধরে। আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজ যে অবদান রেখে আসছে তা চির স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে প্রতিটি পাতায়।
১৯৩৯-৪৫ সালের মহাযুদ্ধ, ১৯৪১ সালের দোল দাঙ্গা, ১৯৫২ সালে ‘রক্তে রাঙানো’ ভাষা আন্দোলনে, ১৯৫৩ সালের গোলযোগ, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, ১৯৬২ সালের সামরিক শাসন, ১৯৬৬ সালের ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা কলেজের ছাত্ররা ছিল রাজপথে।
এছাড়াও বর্তমান covid-19 পরিস্থিতিতেও মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন ধরণের উদ্যেগ গ্রহন এবং covid চিকিৎসার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তৈরী করেও অসামান্য আবদান রেখে চলেছে প্রিয় ঢাকা কলেজ।

বিগত বছরে কলেজটির প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা না হলেও এ বছর রয়েছে সুষ্ঠু পরিকল্পনা। যার মাধ্যমে আবারও একত্রিত হতে পারবে নবীন প্রবীণ সকল এই ডিসিয়ান শিক্ষার্থীরা। যার ফলে আরো দৃঢ় হবে ঐক্য, বন্ধন ও ভালবাসা।

সর্বোপরি, সকলেরই প্রত্যাশা সকল বাঁধা বিপত্তি পেরিয়ে শত শত বছর ধরে বন্ধুর পথ পাড়ি দিয়ে স্ব মহিমায় এগিয়ে যাক প্রিয় ঢাকা কলেজ, আর চলার পথে তার জ্ঞানের আলো ছড়াতে থাক সকল জাতির মাঝে।

Tag :

Please Share This Post in Your Social Media


নিরবধি পথচলার ১৮১ বছরে ঢাকা কলেজ

Update Time : ১১:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

মুজাহিদ, নিজস্ব প্রতিবেদকঃ

শত সংগ্রাম, বাঁধা বিপত্তি পেরিয়ে, ১৮০ টি বসন্ত পার করে ১৮১ বছরে পদার্পণ করলো উপমহাদেশের সর্বপ্রথম উচ্চশিক্ষার দুয়ার খুলে দেওয়া গৌরব আর ঐতিহ্যের প্রিয় ঢাকা কলেজ।

১৮৪১ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ঢাকা ইংলিশ সেমিনারী স্কুল যা পরবর্তী কালে নাম পরিবর্তন করে হয় ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা সেন্ট্রাল কলেজ এবং বর্তমানে ঢাকা কলেজ।

অতি প্রাচীন এ কলেজটির প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই শতাব্দী ধরে এদেশে শিক্ষা প্রসারে অতুলনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিশ্ব করোনা মহামারিতে যার সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায়।

শিক্ষার প্রসারে ঢাকা কলেজ যে কতটা অগ্রগামী তার বড় প্রমাণ পাওয়া যায় করোনার কারণে স্ব শরীরে বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে ও শিক্ষা ব্যবস্থাকে আরো সহজতর করতে অনলাইন ভিত্তিক ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা। যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই তার ক্লাস পরিক্ষা সম্পন্ন করতে পেরেছে। ঢাকা কলেজ কর্তৃক সর্বপ্রথম চালু হওয়া এই শিক্ষা কার্যক্রম বাংলাদেশের শিক্ষার মাধ্যমকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

ইতিহাস-ঐতিহ্যেও ঢাক‌া কলেজ অবদান রেখে আসছে যুগ যুগ ধরে। আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজ যে অবদান রেখে আসছে তা চির স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে প্রতিটি পাতায়।
১৯৩৯-৪৫ সালের মহাযুদ্ধ, ১৯৪১ সালের দোল দাঙ্গা, ১৯৫২ সালে ‘রক্তে রাঙানো’ ভাষা আন্দোলনে, ১৯৫৩ সালের গোলযোগ, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, ১৯৬২ সালের সামরিক শাসন, ১৯৬৬ সালের ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা কলেজের ছাত্ররা ছিল রাজপথে।
এছাড়াও বর্তমান covid-19 পরিস্থিতিতেও মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন ধরণের উদ্যেগ গ্রহন এবং covid চিকিৎসার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তৈরী করেও অসামান্য আবদান রেখে চলেছে প্রিয় ঢাকা কলেজ।

বিগত বছরে কলেজটির প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা না হলেও এ বছর রয়েছে সুষ্ঠু পরিকল্পনা। যার মাধ্যমে আবারও একত্রিত হতে পারবে নবীন প্রবীণ সকল এই ডিসিয়ান শিক্ষার্থীরা। যার ফলে আরো দৃঢ় হবে ঐক্য, বন্ধন ও ভালবাসা।

সর্বোপরি, সকলেরই প্রত্যাশা সকল বাঁধা বিপত্তি পেরিয়ে শত শত বছর ধরে বন্ধুর পথ পাড়ি দিয়ে স্ব মহিমায় এগিয়ে যাক প্রিয় ঢাকা কলেজ, আর চলার পথে তার জ্ঞানের আলো ছড়াতে থাক সকল জাতির মাঝে।