পুঁজিবাজারে মূলধন বেড়েছে তিন হাজার কোটি টাকা

  • Update Time : ১০:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / 113

সদ্য সমাপ্ত সপ্তাহে (০৩ থেকে ০৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন তিন হাজার ১৭৩ কোটি ৪৪ লাখ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ৩৭২ কোটি টাকা বা ১৯.৫০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার (০৩ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৮১৬ কোটি ৯০ লাখ ৭৭ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২ হাজার ৯১ কোটি ৭৪ লাখ ২২ হাজার টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৭ কোটি ৯১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৭২ কোটি ৪ লাখ টাকার বা ১৯.৫০ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৯ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বেড়েছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক। ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ৫৬ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৭.৬৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৭.১৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬০ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ০১৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৩০৪ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৯২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৯৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭৬টির কোম্পানির।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৯৩৯ কোটি ৩৩ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ২১ কোটি ৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৮১ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে।

Please Share This Post in Your Social Media


পুঁজিবাজারে মূলধন বেড়েছে তিন হাজার কোটি টাকা

Update Time : ১০:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

সদ্য সমাপ্ত সপ্তাহে (০৩ থেকে ০৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন তিন হাজার ১৭৩ কোটি ৪৪ লাখ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ৩৭২ কোটি টাকা বা ১৯.৫০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার (০৩ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৮১৬ কোটি ৯০ লাখ ৭৭ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২ হাজার ৯১ কোটি ৭৪ লাখ ২২ হাজার টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৭ কোটি ৯১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৭২ কোটি ৪ লাখ টাকার বা ১৯.৫০ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৯ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বেড়েছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক। ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ৫৬ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৭.৬৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৭.১৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬০ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ০১৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৩০৪ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৯২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৯৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭৬টির কোম্পানির।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৯৩৯ কোটি ৩৩ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ২১ কোটি ৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৮১ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে।