সয়াবিন তেলের দাম বাড়ল
- Update Time : ০১:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / 126
নিজস্ব প্রতিবেদক:
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোজ্যতেল আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিনের নতুন এ দাম নির্ধারণ করে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন মূল্য অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন ৯৬০ টাকা এবং পাম সুপার খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৩০ এপ্রিল শেষ হয় ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ।
Tag :