নতুন ১ হাজার কর্মী নিয়োগ পরিকল্পনা ব্লুমবার্গের
- Update Time : ১২:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / 156
ডেস্ক:
নতুন বছরে ১ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা ব্লুমবার্গের। বেশিরভাগ প্রযুক্তি জায়ান্ট ও বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান যখন ছাঁটাইয়ে যাচ্ছে তখন নতুন কর্মী নিয়োগের পথে এগুচ্ছে মাইকেল ব্লুমবার্গ প্রতিষ্ঠিত কোম্পানিটি। খবর দ্য ন্যাশনাল।
ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট ব্লাইন্ড এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালে এক হাজার নতুন কর্মী নিয়োগ দেবে মার্কিন মিডিয়া জায়ান্টটি।
মহামারির মধ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসা ফুলেফেপে উঠলে অনেকেই নতুন কর্মী নিয়োগ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ২০২২ সাল বেশিরভাগ প্রযুক্তি কোম্পানির জন্যই হতাশার ছিল। স্পটিফাই, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটসহ বেশিরভাগ কোম্পানিই সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
শুধু যুক্তরাষ্ট্রেই ২০২২ সালে ৩ লাখ ৬৩ হাজার ৮২৪ কর্মী ছাঁটাই হয়েছে। ২০২১ সালের তুলনায় যা ১৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে প্রযুক্তি খাতে ছাঁটাই হয়েছে ৯৭ হাজার ১৭১ জন, যা ২০২১ সালের তুলনায় ৬৪৯ শতাংশ বেশি। ২০০০ সালে তথাকথিত ডট-তম বিপর্যয়ের পর বড় আকারের কর্মী ছাঁটাই দেখল প্রযুক্তি খাত।
এমন পরিস্থিতিতে ব্লুমবার্গের কর্মী নিয়োগের খবর বেশ আশাব্যঞ্জক। ব্লুমবার্গের হেড অব প্রোডাক্ট, ডাটা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (পিডিই) ভ্লাদ ক্লিয়াচকো বলেন, যখন বেশিরভাগ কোম্পানি সংকোচনে যাচ্ছে তখন দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছে এমন কোম্পানির অংশ হতে পেরে আমি আনন্দিত। ২০২৩ সালে এক হাজারের বেশি নতুন কর্মী নিয়োগের বিষয়টি অনুমোদন করেছেন মাইক ব্লুমবার্গ। যার বড় অংশই আসবে পিডিই বিভাগে।