জামালপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

  • Update Time : ১২:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / 194

এমরান হোসেন, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে কষ্টি পাথরের মূর্তিসহ আফতাব ও মজিদ নামে দুই চোরাকারবারি কে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪।

গ্রেফতারকৃত আফতাব উদ্দিন উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মন্ডলের ছেলে ও আব্দুল মজিদ(৫০) বাউশি গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে।

সোমবার (১৮ অক্টোবর) জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল সরিষাবাড়ী উপজেলার শ্যামের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তির আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে কষ্টি পাথরের মুর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


জামালপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

Update Time : ১২:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

এমরান হোসেন, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে কষ্টি পাথরের মূর্তিসহ আফতাব ও মজিদ নামে দুই চোরাকারবারি কে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪।

গ্রেফতারকৃত আফতাব উদ্দিন উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মন্ডলের ছেলে ও আব্দুল মজিদ(৫০) বাউশি গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে।

সোমবার (১৮ অক্টোবর) জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল সরিষাবাড়ী উপজেলার শ্যামের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তির আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে কষ্টি পাথরের মুর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।